এখন রাত ১২টা বাজে। শীতের রাত তাই ঘুমটা একটু গভীর ভাবেই আসছে...........
Admin:
== মন ছুয়েছে মন ==
:
এখন রাত ১২টা বাজে। শীতের রাত তাই ঘুমটা একটু গভীর ভাবেই আসছে। চুপচাপ শুয়ে পড়লাম, শুতেই যেন এক রাজ্য ঘুম আমাকে ঘিরে ধরলো। চোখ আর খুলে রাখতে পারছিলাম না। তাই বাধ্য হয়েই চোখ বন্ধ করতে হলো।
--- বেয়াইনসাব আপনার জন্য ঢাকা থেইকা DJ আনছি, প্রাণ খুইলা নাচেন আপনি হেব্বি বিটে গান ছাড়ছি---
"ধুররর এতো রাইতে আবার কল দেয় কে। রিসিভ করলাম না। আগে ঘুম তারপর বাকি সব। কিন্তু বারবার ফোন আসতেছে। একটা কথা আছে, দুইটা সময় মানুষ প্রচন্ড রাগ করে, একটা হলো তাকে খাওয়ার সময় কেউ বিরক্ত করলে। আর অপরটি হলো তার ঘুমের সময় কেউ বিরক্ত করলে। যথারীতি আমার মেজাজও 49 হয়ে গেল।
তাই কে ফোন দিছে না দেখেই এক বস্তা ঝারি দিলাম...
"ঐ মিয়া কে আপ্নে?? ঘুম নাই আপ্নের মিয়া?? এতো রাইতে কেউ কাউরে কল দেয়??? যত্তসব..
"------
"ঐ কথা বলেন না কেন??? বোবা নাকি?? বোবা হলে কল দিছেন ক্যান??
"------
"ধুরররর কোথা থেকে যে আসে এসব। যত্তসব মেন্টাল।
"ও...সরি। আপনাকে ডিস্ট্রার্ব করার জন্য।
---কন্ঠটা শুনেই আমার কলিজা শুকিয়ে গেল। বুক ধরফর করা শুরু হয়েছে। এটা আমি কার কন্ঠ শুনলাম!!! কার সাথে এমন বাজে ব্যবহার করলাম। আজকেত আমি শেষ। এ যে আমার একমাত্র প্রিয়তমা ছিল। ঘুমের ঘোরে নাম্বারটা খেয়াল করিনাই। এইটা আমি কি করলাম!!!!
:
আমি নীল। বাবা মায়ের একমাত্র সন্তান। আর উনি হচ্ছেন আমার জানে জিগার। আমার পৌটুসি। নাম রৌদ্রসী। খুব ভালোবাসে আমাকে খুব বেশি।
-
তখনি আবার ওকে কল দিলাম.... কিন্তু কল হচ্ছে রিসিভ করছেনা। ধুররর!!! ক্যান যে নাম্বারটা না দেখে রিসিভ করছিলাম। একটানা ৬৫টা কল দিলাম কিন্তু নাহ রিসিভ করছেই না। হয়তো খুব কষ্ট পাইছে। কিন্তু আমি ওকে কি করে বুঝাবো যে আমি ইচ্ছে করে এমনটা করিনি। পাগলিটাকে একটা ধমক দিলেই আ্যা আ্যা করে বাচ্চাদের মতো কান্না করে দেয়, আর এখন এতগুলো কথা শুনে যে কি করতেছে আল্লাহ জানে।
.
নাহ এখন আর শুয়ে থাকা যাবেনা। নিশ্চয়ই ও কান্না করছে এখন। আমি আবার ওর কান্না একদম ই সহ্য করতে পারিনা। তাই আরামের ঘুমটা হারাম করে উঠে পড়লাম। আমাদের বাসা থেকে ওদের বাসা বেশি দুরে নয়। ১৫মিনিট লাগে যেতে। তাই বেড়িয়ে পড়লাম রাতেই। এখন ঘড়িতে রাত ১২.৪৫ বাজে। বাসা থেকে বের হয়েই বুঝতে পারলাম হাড় কাপানো ঠান্ডা বাইরে। ক্যান যে শুধু একটা টি শার্ট পড়ে বের হইলাম। লাগোক ঠান্ডা। আমার বাবুনিটার কষ্টের কাছে এই ঠান্ডা সামান্য মাত্র।
:
এখন রাত ১টা বাজে। ওদের বাসার সামনে দাড়িয়ে আছি। একদম নিরব রাস্তা। আশেপাশে কোন শব্দও নেই। প্রানের অস্তিত্ব বলতে আমিই আছি এখানে। একটু আগে একটা কুকুরও ছিল কিন্তু ঘেউ ঘেউ করতে কোথায় যেন চলে গেল।
ওকে অনবরত কল দিয়েই যাচ্ছি কিন্তু রিসিভ করছেইনা। শেষে বাধ্য হয়ে একটা টেক্সট করলাম।
"বাবুনি, একটু বারান্দায় আসবে?
ম্যাসেজটা সিন হলো। একটুপর রুমে লাইটটা জ্বলে উঠলো। সাথে সাথেই আমার মনেও যেন ৫০০০ পাওয়ারের একটা লাইট জ্বলে উঠলো। একটুপরই বারান্দায় একটা প্রানের অস্তিত্ব দেখতে পেলাম। তবে এখান থেকে শুধু তার অস্তিত্বটাই দেখা যাচ্ছে। একরকম ছায়ার মতো। আরেকটা টেক্সট করলাম।
"কলটা একটু রিসিভ করবা প্লীজ??
"----- ( Blank message)
চুপ থাকা সম্মতির লক্ষন। তাই তখনি কল দিলাম। হ্যা কল রিসিভ করেছে।
"বাবুনি??
"-----
"এই বাবুনি?? সরি। বিশ্বাস করো আমি খেয়াল করিনি এটা তোমার নাম্বার।
"----- ( ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু হলো )
"বাবুনি একদম কান্না করবেনা প্লীজ??
"------
"একটু নিচে আসবা??
"-----
"আসোনা একটু??
তখনি লাইনটা কেটে গেল। বারান্দা থেকে প্রাণের অস্তিত্বটাও সরে গেল। আমি চুপচাপ দাড়িয়ে রইলাম। কারন আমি জানি ও আসবে। অবশ্যই আসবে। একটুপরই গেট খোলার শব্দ পেলাম।
হ্যা এইতো আসছে ও। ও সামনে যত এগিয়ে আসছে ততই আমার হার্টবিট বেড়ে যাচ্ছে।
.
এই মুহুর্তে ও আমার একদম সামনে দাড়িয়ে আছে। আমি ওকে দেখেই অবস্থা খারাপ হয়ে গেছে। কি করেছে ও এসব!!! কান্না করতে করতে চোখদুটো একদম লাল হয়ে আছে, ফুলেও গেছে চোখদুটো। গালেও ওর চোখের পানির দাগ দেখতে পেলাম। আমার মনে হয়েছিল তখন কে যেন আমার বুকে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। আমার জন্য ও এতটা কান্না করলো!!!!
---দুজনই নিরব। কারো মুখেই কোন কথা নেই। ওর এইরকম অবস্থা দেখে আমার অজান্তেই চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো----
"বাবুনি??
"------
"এই বাবুনি??
"হুম। ( এটা বলেই ও আবার ফুপিয়ে উঠলো )
"আমি আর থাকতে পারলাম না। তখনি আমার মনের সবটা ভালোবাসা দিয়ে ওকে জড়িয়ে ধরলাম।
তখন ওর কান্না আরো বেড়ে গেল। ও এবার একদম ই কান্না করা শুরু করেছে।
"বিশ্বাস করো আমি ইচ্ছে করে তোমার সাথে এমন করিনি। ঘুমের ঘোরে ছিলাম তাই এমন কথা বলে ফেলছি।
"হুম।
"সরি বাবুনি।
"------
"এই?? বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। প্লীজ মাফ করে দাও?
"আমি তোমার উপর রাগ করছি কখনও?? ( কান্না করতে করতে কথাটা বললো )
"তাহলে কল রিসিভ করছিলেনা কেন??
"তুমি এমনভাবে কথা বলছো যে তাই।
"সরি বাবুনি। আর এমন করবোনা....
"সত্যিতো??
"হুম।
"আর যদি এমন হইছেনা? জানো আমি কতটা কান্না করেছি??
"জানি বাবুনি। তুমি অনেক অনেক কান্না করছো। তোমার চোখ দেখেই বুঝতেছি।
"হুম। আর এত রাতে এখানে আসতে কে বলছে তোমাকে??
"আমি না আসলেত আমার লক্ষীটা কেদেই যেত।
"তুমিনা....
"কি??
"আমার পুচকা।
"তুমিনা....
"কি?
"আমার পুচকি.....
"কি আমি পুচকি??
"হুম। আমার পুচকি।
আচ্ছা বাবুনি এখন যাও বাসায়। তোমার আব্বু বুঝতে পারলে সমস্যা হবে। আমি বাসায় গিয়ে তোমাকে কল দেব।
"আরেকটু থাকিনা তোমার বুকে??
"নাহ লক্ষী এখন যাও।
"চলে যাবো??
"হুম বাবুনি যাও। আমি বাসায় গিয়ে তোমাকে কল দিচ্ছি। আজকে সারারাত আমরা কথা বলবো।
"হুম বাসায় গিয়েই কিন্তু কল দিবা।
"ওকে দিবো।
"আচ্ছা।
এই বলেই ও চলে গেল। ও গেটের ভিতর প্রবেশ করার পর আমি চলে আসছিলাম। হঠাৎ করেই ও দৌড়ে এসে আমাকে পিছন থেকে ডাকলো...
"বাবু শুনো...
"আমি ওর দিকে ফিরতেই কারো ঠোটের উষ্ণ ছোয়া আমার ঠোটে অনুভব করলাম, মুহুর্তেই আমি যেন নিজেকে হারিয়ে ফেললাম।
"খুবতো চাইতে এটা। তাই আজকে দিয়ে দিলাম.... এটা বলেই ও দৌড়ে চলে গেল।
আমি আর কিছু বললাম না। বাসার দিকে পা বাড়লাম। জলদি বাসায় যেতে হবে। পাগলিটা আবার আমার ফোনের অপেক্ষায় থাকবে......
== মন ছুয়েছে মন ==
:
এখন রাত ১২টা বাজে। শীতের রাত তাই ঘুমটা একটু গভীর ভাবেই আসছে। চুপচাপ শুয়ে পড়লাম, শুতেই যেন এক রাজ্য ঘুম আমাকে ঘিরে ধরলো। চোখ আর খুলে রাখতে পারছিলাম না। তাই বাধ্য হয়েই চোখ বন্ধ করতে হলো।
--- বেয়াইনসাব আপনার জন্য ঢাকা থেইকা DJ আনছি, প্রাণ খুইলা নাচেন আপনি হেব্বি বিটে গান ছাড়ছি---
"ধুররর এতো রাইতে আবার কল দেয় কে। রিসিভ করলাম না। আগে ঘুম তারপর বাকি সব। কিন্তু বারবার ফোন আসতেছে। একটা কথা আছে, দুইটা সময় মানুষ প্রচন্ড রাগ করে, একটা হলো তাকে খাওয়ার সময় কেউ বিরক্ত করলে। আর অপরটি হলো তার ঘুমের সময় কেউ বিরক্ত করলে। যথারীতি আমার মেজাজও 49 হয়ে গেল।
তাই কে ফোন দিছে না দেখেই এক বস্তা ঝারি দিলাম...
"ঐ মিয়া কে আপ্নে?? ঘুম নাই আপ্নের মিয়া?? এতো রাইতে কেউ কাউরে কল দেয়??? যত্তসব..
"------
"ঐ কথা বলেন না কেন??? বোবা নাকি?? বোবা হলে কল দিছেন ক্যান??
"------
"ধুরররর কোথা থেকে যে আসে এসব। যত্তসব মেন্টাল।
"ও...সরি। আপনাকে ডিস্ট্রার্ব করার জন্য।
---কন্ঠটা শুনেই আমার কলিজা শুকিয়ে গেল। বুক ধরফর করা শুরু হয়েছে। এটা আমি কার কন্ঠ শুনলাম!!! কার সাথে এমন বাজে ব্যবহার করলাম। আজকেত আমি শেষ। এ যে আমার একমাত্র প্রিয়তমা ছিল। ঘুমের ঘোরে নাম্বারটা খেয়াল করিনাই। এইটা আমি কি করলাম!!!!
:
আমি নীল। বাবা মায়ের একমাত্র সন্তান। আর উনি হচ্ছেন আমার জানে জিগার। আমার পৌটুসি। নাম রৌদ্রসী। খুব ভালোবাসে আমাকে খুব বেশি।
-
তখনি আবার ওকে কল দিলাম.... কিন্তু কল হচ্ছে রিসিভ করছেনা। ধুররর!!! ক্যান যে নাম্বারটা না দেখে রিসিভ করছিলাম। একটানা ৬৫টা কল দিলাম কিন্তু নাহ রিসিভ করছেই না। হয়তো খুব কষ্ট পাইছে। কিন্তু আমি ওকে কি করে বুঝাবো যে আমি ইচ্ছে করে এমনটা করিনি। পাগলিটাকে একটা ধমক দিলেই আ্যা আ্যা করে বাচ্চাদের মতো কান্না করে দেয়, আর এখন এতগুলো কথা শুনে যে কি করতেছে আল্লাহ জানে।
.
নাহ এখন আর শুয়ে থাকা যাবেনা। নিশ্চয়ই ও কান্না করছে এখন। আমি আবার ওর কান্না একদম ই সহ্য করতে পারিনা। তাই আরামের ঘুমটা হারাম করে উঠে পড়লাম। আমাদের বাসা থেকে ওদের বাসা বেশি দুরে নয়। ১৫মিনিট লাগে যেতে। তাই বেড়িয়ে পড়লাম রাতেই। এখন ঘড়িতে রাত ১২.৪৫ বাজে। বাসা থেকে বের হয়েই বুঝতে পারলাম হাড় কাপানো ঠান্ডা বাইরে। ক্যান যে শুধু একটা টি শার্ট পড়ে বের হইলাম। লাগোক ঠান্ডা। আমার বাবুনিটার কষ্টের কাছে এই ঠান্ডা সামান্য মাত্র।
:
এখন রাত ১টা বাজে। ওদের বাসার সামনে দাড়িয়ে আছি। একদম নিরব রাস্তা। আশেপাশে কোন শব্দও নেই। প্রানের অস্তিত্ব বলতে আমিই আছি এখানে। একটু আগে একটা কুকুরও ছিল কিন্তু ঘেউ ঘেউ করতে কোথায় যেন চলে গেল।
ওকে অনবরত কল দিয়েই যাচ্ছি কিন্তু রিসিভ করছেইনা। শেষে বাধ্য হয়ে একটা টেক্সট করলাম।
"বাবুনি, একটু বারান্দায় আসবে?
ম্যাসেজটা সিন হলো। একটুপর রুমে লাইটটা জ্বলে উঠলো। সাথে সাথেই আমার মনেও যেন ৫০০০ পাওয়ারের একটা লাইট জ্বলে উঠলো। একটুপরই বারান্দায় একটা প্রানের অস্তিত্ব দেখতে পেলাম। তবে এখান থেকে শুধু তার অস্তিত্বটাই দেখা যাচ্ছে। একরকম ছায়ার মতো। আরেকটা টেক্সট করলাম।
"কলটা একটু রিসিভ করবা প্লীজ??
"----- ( Blank message)
চুপ থাকা সম্মতির লক্ষন। তাই তখনি কল দিলাম। হ্যা কল রিসিভ করেছে।
"বাবুনি??
"-----
"এই বাবুনি?? সরি। বিশ্বাস করো আমি খেয়াল করিনি এটা তোমার নাম্বার।
"----- ( ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু হলো )
"বাবুনি একদম কান্না করবেনা প্লীজ??
"------
"একটু নিচে আসবা??
"-----
"আসোনা একটু??
তখনি লাইনটা কেটে গেল। বারান্দা থেকে প্রাণের অস্তিত্বটাও সরে গেল। আমি চুপচাপ দাড়িয়ে রইলাম। কারন আমি জানি ও আসবে। অবশ্যই আসবে। একটুপরই গেট খোলার শব্দ পেলাম।
হ্যা এইতো আসছে ও। ও সামনে যত এগিয়ে আসছে ততই আমার হার্টবিট বেড়ে যাচ্ছে।
.
এই মুহুর্তে ও আমার একদম সামনে দাড়িয়ে আছে। আমি ওকে দেখেই অবস্থা খারাপ হয়ে গেছে। কি করেছে ও এসব!!! কান্না করতে করতে চোখদুটো একদম লাল হয়ে আছে, ফুলেও গেছে চোখদুটো। গালেও ওর চোখের পানির দাগ দেখতে পেলাম। আমার মনে হয়েছিল তখন কে যেন আমার বুকে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। আমার জন্য ও এতটা কান্না করলো!!!!
---দুজনই নিরব। কারো মুখেই কোন কথা নেই। ওর এইরকম অবস্থা দেখে আমার অজান্তেই চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো----
"বাবুনি??
"------
"এই বাবুনি??
"হুম। ( এটা বলেই ও আবার ফুপিয়ে উঠলো )
"আমি আর থাকতে পারলাম না। তখনি আমার মনের সবটা ভালোবাসা দিয়ে ওকে জড়িয়ে ধরলাম।
তখন ওর কান্না আরো বেড়ে গেল। ও এবার একদম ই কান্না করা শুরু করেছে।
"বিশ্বাস করো আমি ইচ্ছে করে তোমার সাথে এমন করিনি। ঘুমের ঘোরে ছিলাম তাই এমন কথা বলে ফেলছি।
"হুম।
"সরি বাবুনি।
"------
"এই?? বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। প্লীজ মাফ করে দাও?
"আমি তোমার উপর রাগ করছি কখনও?? ( কান্না করতে করতে কথাটা বললো )
"তাহলে কল রিসিভ করছিলেনা কেন??
"তুমি এমনভাবে কথা বলছো যে তাই।
"সরি বাবুনি। আর এমন করবোনা....
"সত্যিতো??
"হুম।
"আর যদি এমন হইছেনা? জানো আমি কতটা কান্না করেছি??
"জানি বাবুনি। তুমি অনেক অনেক কান্না করছো। তোমার চোখ দেখেই বুঝতেছি।
"হুম। আর এত রাতে এখানে আসতে কে বলছে তোমাকে??
"আমি না আসলেত আমার লক্ষীটা কেদেই যেত।
"তুমিনা....
"কি??
"আমার পুচকা।
"তুমিনা....
"কি?
"আমার পুচকি.....
"কি আমি পুচকি??
"হুম। আমার পুচকি।
আচ্ছা বাবুনি এখন যাও বাসায়। তোমার আব্বু বুঝতে পারলে সমস্যা হবে। আমি বাসায় গিয়ে তোমাকে কল দেব।
"আরেকটু থাকিনা তোমার বুকে??
"নাহ লক্ষী এখন যাও।
"চলে যাবো??
"হুম বাবুনি যাও। আমি বাসায় গিয়ে তোমাকে কল দিচ্ছি। আজকে সারারাত আমরা কথা বলবো।
"হুম বাসায় গিয়েই কিন্তু কল দিবা।
"ওকে দিবো।
"আচ্ছা।
এই বলেই ও চলে গেল। ও গেটের ভিতর প্রবেশ করার পর আমি চলে আসছিলাম। হঠাৎ করেই ও দৌড়ে এসে আমাকে পিছন থেকে ডাকলো...
"বাবু শুনো...
"আমি ওর দিকে ফিরতেই কারো ঠোটের উষ্ণ ছোয়া আমার ঠোটে অনুভব করলাম, মুহুর্তেই আমি যেন নিজেকে হারিয়ে ফেললাম।
"খুবতো চাইতে এটা। তাই আজকে দিয়ে দিলাম.... এটা বলেই ও দৌড়ে চলে গেল।
আমি আর কিছু বললাম না। বাসার দিকে পা বাড়লাম। জলদি বাসায় যেতে হবে। পাগলিটা আবার আমার ফোনের অপেক্ষায় থাকবে......
No comments
https://web.facebook.com/Newprojapotibd/