করোনা আপডেটঃ

☞ বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩০ হাজার ৩১৩, মোট আক্রান্ত ৬ লাখ ৫২ হাজার ৭৯ জন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

☞ পাকিস্তানে নতুন করে আক্রান্ত ১২১ জন। মোট আক্রান্ত ১৫২৬, মৃত্যু ১৩: আল জাজিরা। ☞ ইতালি সরকার লকডাউন ৩ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে: আল জাজিরা

‘গুলাবি আঁখে’র নতুন রিমেইকে সোনাক্ষী

Sonkshi sinha


১৯৭০ সালের সিনেমা ‘দ্য ট্রেইন’-এ গানটির সঙ্গে নেচেছিলেন রাজেশ খান্না ও নন্দা। রাহুল দেব বর্মণ-এর সুরে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন মোহাম্মদ রাফি। সেই থেকে হিন্দি সিনেমাপ্রেমীদের প্রিয় গানগুলোর একটি হয়ে আছে এটি।
নতুন রিমেইকে গানটিতে কণ্ঠ দেবেন আমাল মালিক। এই সময়ের সংগীতের সঙ্গে তাল মিলিয়ে এতে ব্যবহার করা হবে ইলেক্ট্রনিক মিউজিক। আগের গানটির চেয়ে দ্রুত লয়েরও হবে এই রিমেইক ভার্সনটি।
আগেও বেশ কয়েকজন গায়ক নিজেদের মতো করে গেয়েছিলেন ‘গুলবি আঁখে’। এছাড়াও, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার জন্য গানটিতে একবার রিমেইক করা হয়।
‘নূর’ সিনেমাটি নির্মীত হচ্ছে সাবা ইমতিয়াজ-এর ‘করাচি ইউ আর কিলিং মি’ উপন্যাস অবলম্বনে। সুনীল সিপ্পি পরিচালিত এই সিনেমায় ২০-এর কোঠার এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন সোনাক্ষী। সিনেমার একটি বিশেষ চরিত্রে দেখা যাবে সানি লিওনিকেও। 

No comments

https://web.facebook.com/Newprojapotibd/