করোনা আপডেটঃ

☞ বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩০ হাজার ৩১৩, মোট আক্রান্ত ৬ লাখ ৫২ হাজার ৭৯ জন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

☞ পাকিস্তানে নতুন করে আক্রান্ত ১২১ জন। মোট আক্রান্ত ১৫২৬, মৃত্যু ১৩: আল জাজিরা। ☞ ইতালি সরকার লকডাউন ৩ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে: আল জাজিরা

Breaking News

এফডিসিতে দেখা মিলল তিন তারকার

শাকিব খান, আনিসুর রহমান মিলন, শিমলা
সারাদিনের কাজ গুছিয়ে অফিসে কিছুটা অবসর সময় কাটাচ্ছিলাম। এমন সময় খবর এলো এফডিসিতে চলছে পাঁচটি ছবির শুটিং। খানিকটা ভুরু কুঁচকে ভাবতে লাগলাম একদিনে পাঁচটি ছবির শুটিং! অবাক হবার মতই ঘটনা বটে। কারণ আগে নাকি এফডিসিতে এক সঙ্গে ৬-৭ টা ছবির শুটিং হবারো রেকর্ড আছে। তবে চলচ্চিত্রের মন্দাভাবের কারণে এখন আর তেমনটি শোনা যায় না। যাই হোক, খানিকটা অবিশ্বাসের উপর ভর করে মিষ্টি বিকেলে আমি আর ফটোগ্রাফার রিফাত অফিস থেকে রওনা হলাম এফডিসির দিকে। মনে মনে ভাবতে লাগলাম আজকে হয়তো দেখা মিলবে অনেক তারকার!
দুপুর গড়িয়ে কেবলই বিকেল নেমে এলো। সূর্য আস্তে আস্তে হেলে পড়েছে পশ্চিম আকাশের বুকে। আবহাওয়া আজ অনুকূলে। তাই বেশ ফুরফুরে মেজাজ নিয়েই ঢুকলাম এফডিসির ভেতর। আজ অবশ্য এফডিসির সামনে অন্যান্য দিনের মত তেমন একটা ভিড় নেই। তাই গেটের সামনে টুলে বসে অলস সময় পার করছেন নিরাপত্তা প্রহরীরা।
এফডিসির ভেতর ঢুকতেই নজর পড়লো কড়ই তলার দিকে। দূর থেকে দেখা যাচ্ছে টিনের প্রাচীর ঘেরা বড় একটি দেয়াল। প্রাচীরটির সামনে জেতেই দেখতে পেলাম যাত্রার একটি মঞ্চ। টিনের দেয়ালে লাগানো বিভিন্ন চলচ্চিত্রের পোস্টার কাটিং। পাশে একটি টিনের ঘর। সেখান চলছে শুটিং। রুমে ঢুকে জানতে পারলাম এখান চলছে রাশিদ পলাশ পরিচালিত ‘নাইওর’ ছবির শুটিং।
তিনি জানালেন, ‘এখান শুটিং করছি তিনদিন ধরে। আজকেই এখানে শুটিংয়ের শেষদিন’। এরপর  দেখা হয়ে গেলো ছবিটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রের অভিনয় শিল্পী সিমলার সঙ্গে। তিনি জানালেন, ‘মাঝে কিছুদিন বিশ্রামে ছিলাম। এখন আবার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছি। আজকের শুটিং শেষ হলে ‘নাইওরে’ আমার অংশের শুটিং শেষ। এবার নতুন ছবির প্রস্তুতি নেবো’।
সিমলা বর্তমানে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ও নাইওর ছবির কাজ করছেন। এছাড়া আশিকুর রহমান পরিচালিত ‘ম্যাডাম ফুলি টু’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আছেন। যথারীতি সিমলার ছবি তুলে সেট থেকে বিদায় নিয়ে বের হয়ে এলাম।
নাইওরের সেট থেকে বের হতে না হতে একজনের মুখে শুনতে পেলাম চিত্রনায়ক জসিম ফ্লোরে চলছে শাকিব খানের ছবির শুটিং। শোনা কথায় কান দিয়ে ঢু মারলাম সেখান। সেটে ঢুকতেই চোখে পড়লো আলিশান এক সেটের। সেটের মাঝে চেয়ারে শুয়ে অলস সময় পার করছেন নতুন পরিচালক বুলবুল বিশ্বাস। তাকে দেখেই বুঝে গেলাম এটা তার পরিচালিত ‘রাজনীতি’ ছবির সেট। কিছুক্ষণের জন্য শুটিংয়ের বিরতি। তিনি বললেন, ‘এখানে ফাইটিংয়ের দৃশ্যায়ন হচ্ছে আজ। আমরা এখানে তিনদিন ধরে শুটিং করছি। মূলত, দুই ভাই এক মেয়েকে ভালোবাসে। এখন ভালোবাসার মানুষকে পেতে মরিয়া দুই ভাই। তাদের মধ্যে ভালোবাসার মানুষকে পাওয়া নিয়ে দ্বন্দ্ব বাধে এবং তারা এক পর্যায় মারামারিতে জড়িয়ে পড়ে। এমনই একটি দৃশ্যের শুটিং হচ্ছে আজ’। শুটিংয়ে অংশ নিচ্ছেন ছবির নায়িকা অপু বিশ্বাস,  নায়ক শাকিব খান ও আনিসুর রহমান মিলন।
মিলন কিছুদিন আগে প্রায় দুই মাসের সফর শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘রাজনীতি’ ছবিতে। ‘দেশে ফিরে প্রথম ‘রাজনীতি’ ছবির শুটিংয়ে অংশ নিলাম। আপাতত অন্য কিছু নিয়ে ভাবছি না। বেশ কিছুদিন সম্পূর্ণ পারিবারিক কারণে দেশের বাইরে ছিলাম। এখন চাচ্ছি পুরোপুরি শুটিংয়ে মনোযোগ দিতে’। কিছুক্ষণ পর সেটে আসেন শাকিব খান, ‘আজকে দুই ভাই মারামারি করবো হা হা হা…। ছবির গল্পটা একটু অন্য রকম। তাই কাজ করে খুব ভালো লাগছে’। কথা বলার মধ্যে দুজনে শটে ডাক এলে দুজনেই বিদায় নিয়ে ক্যামেরার সামনে গিয়ে দাঁড়ান।

No comments

https://web.facebook.com/Newprojapotibd/